Fedora 41 Gnome থেকে বাদ পড়তে যাচ্ছে X.org ডিসপ্লে সেশন

গ্রাফিকাল ইউজার ইন্টারফেস (GUI)-এর জন্য একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হলো ডিসপ্লে সার্ভার। লিনাক্সে ডিসপ্লে সার্ভার হিসেবে পূর্বে X.org জনপ্রিয় ছিলো, এর একটি মডার্ন রিপ্লেসমেন্ট হলো Wayland। এক হিসেবে বলা যায় Wayland, X.org এর আপগ্রেড সংস্করণ। যারা ভালোভাবে এ বিষয়ে জানতে চান, তারা এই আর্টিকেলটি দেখতে পারেন।

বর্তমানে লিনাক্স ডিস্ট্রো, ইউজার ইন্টারফেস ও সফটওয়্যারগুলো ক্রমান্বয়ে X.org থেকে Wayland-এর দিকে মুভ করছে। তবে তুলনামূলক নতুন হিসেবে সবকিছু ওয়েল্যান্ডের জন্য অপটিমাইজ করার প্রক্রিয়াটা ধারাবাহিক। এক্ষেত্রে ফিডোরা লিনাক্স ও গ্নোম ডেস্কটপ অগ্রগামীদের তালিকায় আছে নতুন এই প্রযুক্তিকে বরণ করে নেয়ার তালিকায়। ফিডোরা ২৫ থেকেই গ্নোম সংস্করণে তারা ওয়েল্যান্ড ডিসপ্লে সার্ভারকে ডিফল্ট করে। ফিডোরা ৩৪-এ কেডিই সংস্করণেও ওয়েল্যান্ডকে ডিফল্ট করা হয়। তবে এক্স.অর্গকে পুরোপুরি বাদ দেয়া হয়নি, এখন পর্যন্ত লেটেস্ট সংস্করণ ফিডোরা ৩৯ পর্যন্ত লগইন স্ক্রিন থেকে ডিসপ্লে সার্ভার পরিবর্তন করার সুযোগ ছিলো।

তবে ফিডোরা ৪১ থেকে এক্স.অর্গকে বাদ দিতে যাচ্ছে ফিডোরা। বাদ দেয়া বলতে, যেহেতু এটা লিনাক্স, সেহেতু বলাই যায় ব্যবহারকারীদের দিক থেকে ইন্সটল করে নিতে বাধা থাকবে না। তবে ফিডোরা গ্নোম এডিশনের ডিফল্ট ইন্সটলেশনে X.org যুক্ত করা থাকবে না।

Fedora Pagure-এ ইস্যু #414-এ Jens Petersen লিখেন,

Fedora Workstation WG discussed this today and we agreed we should do this for Fedora 41, since it is really too late already for F40 and it should really be handled as a System Wide Change anyway.

[নোট: Fedora Workstation WG: Fedora Workstation Working Group]

X.org এখন একটি লিগ্যাসি প্রযুক্তি বলা যায়। তাই আজকে অথবা কালকে এটা হওয়ারই ছিলো, এদিক থেকে আমার কাছে এটা গুরুত্বপূর্ণ একটা খবর মনে হলো। ফিডোরা ৩৯ এর সাথে আমার অভিজ্ঞতায় বলতে পারি ওয়েল্যান্ড সেশন এখন খুব ভালোভাবেই ব্যবহারযোগ্য। আগে স্ক্রিন রেকর্ডিংসহ যে সমস্যাগুলো ছিলো, সেগুলো এখন নেই। ওয়েল্যান্ডের দিকে ডেভেলোপারদের আরো ফোকাস হতে সাহায্য করবে।

অবশ্য ফিডোরার অন্যান্য স্পিনস, অর্থাৎ অন্যান্য ডেস্কটপ সংস্করণগুলোর ক্ষেত্রে এখনো এটা প্রযোজ্য হবে না এটা বোঝাই যায়, কেননা অনেক ডেস্কটপের ওয়েল্যান্ড সাপোর্ট এখনো পূর্ণাঙ্গ নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *