কাস্টম লোগোসহ জেনারেট করুন কাস্টমাইজেবল QR কোড

QR কোডের সাথে আমরা সবাই কমবেশি পরিচিত। এটা বিভিন্ন ওয়েব পেজের লিঙ্ক, মোবাইল নাম্বার, লেখা বা বিভিন্ন তথ্য সংরক্ষণ করে রাখতে পারে এবং হাতে থাকা স্মার্টফোন দিয়েই তা স্ক্যান করা যায়। QR কোড জেনারেট করার জন্য বিভিন্ন টুলস আছে। অনলাইনেও বিভিন্ন ওয়েবসাইট রয়েছে। তবে For QR Code ওয়েবসাইটটি আমাকে QR কোডের সাথে নতুনভাবে পরিচয় করিয়েছে। কারণ অনেকের মতই আমার কাছেও QR কোড মানে ছিলো সাদা ব্যাকগ্রাউন্ডের ওপরে কালো রঙের কিছু পিক্সেলের মত বর্গ। তবে QR কোড যে এর থেকে অনেক বেশি কাস্টমাইজেবল হতে পারে, এবং এরপরও স্মার্টফোনের সাধারণ QR কোড স্ক্যানার দিয়েই স্ক্যান করা যায়, এটা নিয়ে ধারণা অল্পই ছিলো।

সাইটটিতে বিজ্ঞাপন আছে। এর বাইরে এর সব ফিচার সম্পূর্ণ ফ্রি। জেনারেট করা QR কোডটি পার্মানেন্ট।কোন রিডাইরেকশন নেই, সরাসরি তথ্য কিউআর কোডে থাকে। ব্যবহার করা একদমই সিম্পল। কিউআর কোডে স্টোর করার জন্য ইনফো দিয়ে এরপর কালার, ডিজাইন, লোগো, ফ্রেম কাস্টমাইজ করা যায় এবং সবশেষে প্রয়োজন অনুযায়ী ফর্মেটে সেভ করে বা প্রিন্ট করে ব্যবহার করা যায়। কোন অ্যাকাউন্ট করার দরকার নেই। ভেক্টর ফর্মেট থেকে পরবর্তীতে আরো এডিট করার সুযোগ আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *