আমাদের সম্পর্কে

GR+ BD একটি প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগ। স্বপ্নবাজ কিছু কিশোরদের টিম হাই ড্রিমার্সের হাত ধরে আমাদের যাত্রা শুরু হয়েছিলো ২০১৪ সালে গড়ে ওঠা ব্লগ Game Reviews Plus Bangladesh হিসেবে। পরবর্তীতে টপিকের পরিধি বিস্তৃত হলে নাম পরিবর্তন করে রাখা হয় Green Ranzers Plus Bangladesh, তবে সংক্ষিপ্ত রূপ GR+ BD ঠিক থাকে।

একটি ব্লগ পরিচালনার ক্ষেত্রে সময়, অর্থ, এবং অবশ্যই পরিশ্রমের প্রয়োজন হয়, এই সবকিছু ছিলো আমাদের জন্য চ্যালেঞ্জিং। সময়ের সাথে টিমের অনেকে ব্লগের বাইরে অন্য কিছু দিকেও আগ্রহী হতে থাকে। ব্লগ প্রকাশ করা অনিয়মিত হয়ে যায়। আর কয়েকজন কিশোরের জন্য আর্থিক দিকটিও একটা বড় বিষয় ছিলো। সবকিছুর বাস্তবতা মেনে নিয়ে শেষ পর্যন্ত ২০১৮ সালে GR+ BD বন্ধ করে দিতে হয়।

তবে প্রতিটি পতন নাকি আরেকবার উঠে দাঁড়ানোর সুযোগ দেয়। তাই ৫ বছরের বিরতির পর আরেকবার উঠে দাঁড়ানোর চেষ্টা বর্তমান GR+ BD। তবে আমরা চেষ্টা করছি আমাদের দিক থেকে।

এই ৫ বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে। সোশ্যাল মিডিয়া, ভিডিও ও শর্ট ভিডিও প্লাটফর্মগুলো জনপ্রিয়তা পেয়েছে। বাংলা টেক ব্লগ তার জৌলুশ হারিয়েছে অনেক আগেই। অবশ্য লিখিত মাধ্যম হোক বা ভিডিও, একটা কথা বোধহয় সত্য, গড়পড়তা কনটেন্টগুলোর মান নেমেছে চোখে পড়ার মত।

টেকটিউনস, টিউনারপেজ আর পিসি হেল্পলাইন বিডি-র মত অসাধারণ প্লাটফর্মগুলোর স্বর্ণসময় শেষ হওয়ার পর বাংলা টেক ব্লগে একটা বড় শূন্যস্থান তৈরি হয়েছে, তা বলা বাহুল্য। সে দিনগুলো হয়ত আর ফিরবে না, তারপরও আমাদের স্বপ্ন সে শূন্যস্থানকে কিছুটা হলেও পূরণ করার। যদিও এটা স্বপ্নের কথা বললাম, বাস্তবতা কখনো সহজ না।

আমরা কারা?

বর্তমান GR+ BD এর পরিচালনায় সরাসরি আছি আমি তাহমিদ হাসান মুত্তাকী এবং শাহরিয়ার নাজিম রিফাত। GR+ BD এর যাত্রা শুরু হয়েছিলো আমাদের টিম হাই ড্রিমার্সের হাত ধরে। যেখানে ছিলাম আমি তাহমিদ হাসান মুত্তাকী, তাওসিফ তুরাবি, মাহমুদুজ্জামান কমল, শাহরিয়ার সুলভ ভাই, আশফাক আহমেদ সিয়াম এবং আরো কয়েকজন। বর্তমানে অবশ্য টিম হিসেবে হাই ড্রিমার্স একটিভ নেই।