GR+ BD বাংলা ভাষায় প্রযুক্তি বিষয়ে ব্লগ প্রকাশের একটি প্লাটফর্ম। যারা আগ্রহী, তারা রেজিস্ট্রেশন করে এখানে লিখতে পারবেন, এবং প্রকাশিত সকল পোস্ট যে কেউ বিনামূল্যে পড়তে পারবেন। বর্তমানে বাংলা ভাষায় প্রযুক্তি বিষয়ে ব্লগিং তার জৌলুশ হারিয়েছে। আমাদের লক্ষ্য হলো এখানে লেখক ও পাঠক তৈরি করা নিয়ে কাজ করা।
রেজিস্ট্রেশন ও লগইন করার নিয়ম
GR+ BD-তে রেজিস্ট্রেশন করা একদমই সহজ। এজন্য লগইন / রেজিস্ট্রেশন পেজে যেতে হবে, যা সাইটের হেডার সেকশনে লিঙ্ক করা আছে। যদি ইতোমধ্যে আপনার অ্যাকাউন্ট থাকে, তাহলে এখান থেকে লগইন করতে পারবেন। অথবা Log in বাটনের নিচে Register বাটনটি থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন।
এখানে ইউজারনেম ও একটি ভ্যালিড ইমেইল অ্যাড্রেস প্রদান করে রেজিস্ট্রেশন করতে হবে। ইউজারনেম প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা হতে হবে। আগেই রেজিস্ট্রেশন হয়েছে এমন কোন ইউজারনেম প্রদান করা হলে একটি এরর মেসেজ প্রদর্শিত হবে, সেক্ষেত্রে অন্য কোন ইউজারনেম প্রদান করতে হবে। ইউজারনেম পরবর্তীতে পরিবর্তন করা যাবে না।
নামের ক্ষেত্রে নিজের প্রকৃত নাম প্রদান করতে অনুরোধ করা হচ্ছে। নামের প্রথম অংশ, শেষ অংশ ও আপনার সম্পর্কে অংশগুলো পরবর্তীতে প্রোফাইল থেকে পরিবর্তন করা যাবে।
ঠিকঠাক আপনার ইমেইলে এই পর্যায়ে একটি মেইল যাবে, যেখানে পাসওয়ার্ড সেট করার একটি লিঙ্ক থাকবে। সেখান থেকে পাসওয়ার্ড সেট করে এরপর লগইন করতে পারবেন। মেইল মূল ইনবক্সে না আসলে স্প্যাম চেক করতে পারেন।