বিসমিল্লাহির রহমানির রহীম। আসসালামু আলাইকুম। অনেক দিন লেখালেখি করা হয়নি। এই লেখাটা গ্নোম ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য। আমি অনেকটা সময় ধরেই মূলত গ্নোম ডেস্কটপের সাথে ফিডোরা ব্যবহার করে আসছি। গ্নোমের যে জিনিসগুলো মাঝেমাঝেই একটু বিরক্তিতে ফেলতো আমাকে তা হলো ফাইল ম্যানেজার, অর্থাৎ নটিলাসের কিছু আপাত সীমাবদ্ধতা। আসলে আমার জানা ছিলো না গ্নোমে জিনিসগুলো কীভাবে কাজ করে। তো গ্নোম ব্যবহারকারী যারা আছেন, তাদের অনেকেরও হয়ত আমার মত না জানার কারণে ঘুরিয়ে কাজ করতে হয়েছে এতদিন, এবং তাদের জন্য আশা করছি এই লেখাটা হেল্পফুল হবে।
নতুন ডকুমেন্ট তৈরি
নটিলাস থেকে কোন ফাঁকা স্থানে রাইট ক্লিক করলে রাইট ক্লিক মেনুতে নতুন ফোল্ডার তৈরির অপশন থাকলেও নতুন ফাইল তৈরির অপশন নেই। তো এতদিন পর্যন্ত নতুন কোন ডকুমেন্ট বা টেক্সট ফাইল তৈরি করার জন্য আমি ডকুমেন্ট বা টেক্সট এডিটর ওপেন করে তৈরি করতাম- যেখানে কিছু ক্ষেত্রে বাড়তি ধাপের প্রয়োজন হত।
তো গ্নোমে এটা যেভাবে কাজ করে, তা হলো Home ডিরেক্টরীর মধ্যে Templates নামে যে ফোল্ডার আছে, সেখানে আপনাকে সে ফাইলগুলো রাখতে হবে, যেগুলো আপনি তৈরি করার অপশন রাইট ক্লিক মেনুতে পেতে চান।
প্রথমে কিছু বাড়তি ধাপ প্রয়োজন হলেও এই পদ্ধতির সুবিধা হলো যেকোন ধরণের ফাইলে এটা কাজ করে, একই এক্সটেনশনের একাধিক ফাইল টেমপ্লেট হিসেবে ব্যবহার করতে পারবেন। যেমন হয়ত একটা ব্লাঙ্ক ডকুমেন্ট, আর অ্যাসাইনমেন্টের কভার পেজসহ আরেকটা ডকুমেন্ট। আবার এখানে ফোল্ডার ও সাবফোল্ডার তৈরি করে তার অধীনেও টেমপ্লেটগুলো ক্যাটাগরাইজ করে রাখতে পারবেন।
টেমপ্লেট ফোল্ডারে কিছু রাখার পর রাইট ক্লিক মেনুতে New Document নামে একটি অপশন যুক্ত হবে। যেখান থেকে যেকোন ডিরেক্টরিতে সরাসরি ফাইলটির কপি তৈরি করা যাবে।
ফাইল/ফোল্ডারের লিঙ্ক তৈরি
উইন্ডোজ ফাইল ম্যানেজারে কোন কিছু শর্টকাট হিসেবে পেস্ট করা একদমই সহজ। এবং গ্নোমেও এটা তার থেকে কঠিন কিছু না- কিন্তু সমস্যা হলো বাই ডিফল্ট রাইট ক্লিক মেনুতে অপশনটি নেই। কীবোর্ড শর্টকাট রয়েছে- ctrl+M। আর রাইট ক্লিক মেনুতে অপশনটি যুক্ত করতে হলে হ্যামবার্গার মেনু (☰) > Preferences > Optional Context Menu Actions থেকে Create Link এনাবল করে নিতে হবে।
তো বিষয়গুলো একদমই সিম্পল, কিন্তু যদি জানা না থাকে- বেশ ভালোই অসুবিধা তৈরি করতে পারে এরকম। গ্নোমের ফাইল ম্যানেজারের বোধহয় প্রথমবার রান করার সময় একটা ট্যুর ধরণের ফিচার চালু করা উচিৎ, এরকম বিষয়গুলো ব্যবহারকারীদের জানিয়ে দেয়ার জন্য।
বোনাস: প্রিভিউ দেখা
গ্নোমে ফাইল ম্যানেজার থেকে ছবি, ভিডিও, টেক্সট ডকুমেন্টসহ সমর্থিত ফাইলগুলো প্রিভিউ দেখার জন্য ফাইলটি সিলেক্ট করে স্পেসবার চাপতে হবে। আরেকবার স্পেসবার চাপলে প্রিভিউ পপআপ চলে যাবে। পপআপ থাকা অবস্থায় ফাইল ম্যানেজার থেকে কীবোর্ড বা মাউস দিয়ে অন্যান্য ডকুমেন্টগুলোতে ন্যাভিগেট করা যাবে।
কীবোর্ড শর্টকাট
আমি বিশেষভাবে সাজেস্ট করবো হ্যামবার্গার মেনু (☰) > Keyboard Shortcuts (ctrl+?) থেকে কীবোর্ড শর্টকাটগুলো একবার দেখে নেয়ার জন্য। হয়ত হেল্পফুল খুঁজে পেতে পারেন।
যুক্ত হোন আমাদের টেলিগ্রাম গ্রুপে: নিয়ন আলাপ