লিব্রাঅফিসে ডকুমেন্ট ম্যানুয়ালি রিকোভার করার পদ্ধতি
গতকালকে লিব্রাঅফিসে একটা ফাইল আমি প্রোপারলি সেভ করেই ক্লোজ করি, কিন্তু কোন অজ্ঞাত কারণে ফাইলটি আজকে খুঁজে পাচ্ছিলাম না। লিব্রাঅফিসের রিসেন্ট ডকুমেন্টের তালিকাতে দেখালেও মূল লোকেশনের ফাইলটিই উধাও। Mega-তে Sync করা ফোল্ডারে ছিলো, Sync জনিত কিছু হয়ে থাকতে পারে। যাইহোক, এমনিতে লিব্রাঅফিসে কোন ডকুমেন্ট যদি প্রোপারলি ক্লোজ করা না হয়, তাহলে পরেরবার লিব্রাঅফিস চালু করার সময় একটি ফাইল রিকোভারি ডায়ালগ প্রদর্শিত হয়, যেখান থেকে তা রিকোভার করা যায়। কিন্তু এইক্ষেত্রে সে ডায়ালগটিও আসছিলো না। ডায়ালগ প্রদর্শন না করলেও বাই ডিফল্ট লিব্রাঅফিস প্রতি ১০ মিনিটে অটোরিকোভারি ইনফর্মেশন সেভ করে রাখে। Tools > Options > Load/Save থেকে অটোরিকোভারি বা অটোসেভ সেটিংস পরিবর্তনযোগ্য। যদি অটোরিকোভারি অপশন চালু থাকে তাহলে ম্যানুয়ালি রিকোভার করার জন্য প্রথমে ফাইল Tools > Options > LibreOffice > Paths থেকে Backups এর লোকেশন জেনে নিতে হবে। আমার ক্ষেত্রে যেটা ‘/home/muttaky/.var/app/org.libreoffice.LibreOffice/config/libreoffice/4/user/backup’ এখানে ব্যাকআপ ফাইলগুলো থাকবে এবং ভাগ্য ভালো থাকলে যে ফাইলটি খুঁজছেন, তার কোন ব্যাকআপ পেয়ে যেতে পারেন। ব্যাকআপ ফাইলটি সরাসরি…