GR+ BD: পরবর্তী পরিকল্পনা

আসসালামু আলাইকুম। ২০১৪ সালে যে স্বপ্ন নিয়ে GR+ BD-এর যাত্রা শুরু হয়েছিলো, সে স্বপ্নের সাথে আরো পথ চলার জন্য ২০১৮ সালে যাত্রা থেমে যাওয়ার ৫ বছর পর ২০২৩ সালে এসে আবারো নতুনভাবে GR+ BD কে গড়ে তোলা।

২০১৪ সাল থেকে ২০২৩ সাল সময়কালে পরিবর্তন অবশ্য হয়েছে অনেক কিছুই। জনপ্রিয় হয়েছে সোশ্যাল মিডিয়া, ভিডিও ও শর্ট ভিডিও প্লাটফর্মগুলো। বাংলা টেক ব্লগ তার জৌলুশ হারিয়েছে অনেক আগেই। তবে লিখিত মাধ্যম হোক বা ভিডিও, একটা কথা বোধহয় সত্য, গড়পড়তা কনটেন্টগুলোর মান নেমেছে চোখে পড়ার মত।

টেকটিউনস, টিউনারপেজ আর পিসি হেল্পলাইন বিডি-র মত অসাধারণ প্লাটফর্মগুলোর স্বর্ণসময় শেষ হওয়ার পর বাংলা টেক ব্লগে একটা বড় শূন্যস্থান তৈরি হয়েছে, তা বলা বাহুল্য। সে দিনগুলো হয়ত আর ফিরবে না, পরিবর্তন সময়ের একটা বাস্তবতা।

নতুন করে GR+ BD তৈরি করার সময় ভাষা হিসেবে ইংরেজি বেছে নিয়েছিলাম। বড় কারণ ছিলো ২০২০ সাল থেকে আমাদের আরেকটি ব্লগ নিয়নবাতি আছে, বাংলা ভাষায়। তাছাড়া বৃহত্তর অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারা- এই বিষয়টিও ছিলো।

তবে এখানে পরিবর্তন আসছে। GR+ BD নিয়ে পরিকল্পনা আরেকটু সাজিয়ে এনেছি। তার অংশ হিসেবে GR+ BD কে বাংলা ভাষায় রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছি। সেইসাথে GR+ BD-কে নিয়নবাতির টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম গ্রুপফেসবুক গ্রুপের সাথে একীভূত করা হয়েছে।

নিয়নবাতিতে সাম্প্রতিক সময়ে পোস্ট করার হার অনেক কমে গেছে। বিভিন্ন ব্যস্ততা ও অলসতা এর দুটো কারণ, তবে গুরুত্বপূর্ণ আরো কয়েকটি কারণ আছে। এর মধ্যে একটি হলো পোস্টের ধরণে পরিবর্তন আনা।

নিয়নবাতিতে বিষয়ভিত্তিক কিছু আর্টিকেল আনার চেষ্টা করছি, যার জন্য বেশ পড়াশোনা ও সময় প্রয়োজন। তাই নিয়নবাতিতে পোস্ট প্রকাশের হার হয়ত নিকট ভবিষ্যতে বাড়বে না। তবে সুন্দর ও মানসম্মত পোস্ট করার দিকে সচেতন থাকা হবে ইন শা আল্লাহ।

সংক্ষিপ্ত টেক নিউজ, স্মার্টফোন ওভারভিউ এধরণের পোস্টগুলো নিয়নবাতিতে বর্তমানে সেভাবে আর করছি না। এখানেও একাধিক কারণ আছে। যাইহোক, GR+ BD যেহেতু টেকনোলজি ফোকাসড, তাই এখানে এধরণের পোস্ট করা হবে ইন শা আল্লাহ।

আরেকটি চেষ্টা থাকবে ইন শা আল্লাহ, বাংলা টেক ব্লগিংয়ের একটি প্লাটফর্ম হিসেবে GR+ BD কে গড়ে তোলা, বিশেষ করে আগ্রহী নতুনদের জন্য একটা উপযুক্ত পরিবেশ তৈরি করা। আমাদের লক্ষ্য GR+ BD যেন মানসম্মত কনটেন্টের এবং মানসম্মত লেখক তৈরির একটি প্লাটফর্ম হয়। আমরা এটা নিয়ে কাজ করছি, এবং তার অংশ হিসেবে একটি কনটেস্ট অ্যানাউন্সমেন্ট দ্রুতই আসবে ইন শা আল্লাহ।

বাস্তবতার নিরিখে স্বীকার করতে হবে যদি আর্থিক কোন বেনিফিট না থাকে, তবে শুধু শখ কিংবা আবেগের জায়গা থেকে অর্থ, শ্রম ও সময় দিয়ে কোন কিছু সুন্দর ও টেকসইভাবে করা খুবই কঠিন। বর্তমানে নিয়নবাতি বা GR+ BD থেকে মূলত কোন আয় হয় না, বরং পরিচালনার জন্য একটা নিয়মিত খরচ রয়েছে।

আমার ইচ্ছা আছে পরবর্তীতে নিয়নবাতি ও GR+ BD থেকে আয়ের কোন বিকল্প উপায় গড়ে তোলা, বিশেষ করে ফিজিকাল অথবা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে আসার একটা চিন্তা আছে- কিন্তু এখানেও অনেক সীমাবদ্ধতা ও প্রতিকূলতা আছে। তাই বর্তমান সময়ে স্পন্সরশিপ পেলে তা আমাদের জন্য খুবই সহায়ক হবে। যদি কেউ এক্ষেত্রে সহায়তা করতে পারেন, তবে আমাদের সাথে যোগাযোগ করবেন।

আপাতত এটুকুই। আসসালামু আলাইকুম।

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *