GIMP 3.0 এর প্রথম রিলিজ ক্যান্ডিডেট রিলিজ হয়েছে
প্রতীক্ষাটা কত বছরের? ফেসবুকে সার্চ করে পেলাম ২০১৭-র আগস্টে আশা করেছিলাম GIMP 3.0 (গিম্প ৩.০) দ্রুতই এসে যাবে। তারপর তো ৭ বছর চলে গেলো- শেখ হাসিনার পতন ঘটলো, ট্রাম্পের এক মেয়াদ শেষে জো বাইডেনের এক মেয়াদ পার করে আবারো ট্রাম্প ফিরে এলো। এবং অবশেষে, আমরাও চলে আসলাম GIMP 3.0 এর খুব কাছাকাছি- GIMP 3.0 RC1 রিলিজ হওয়ার মাধ্যমে। যদিও অপেক্ষা ঠিক এখনই শেষ না, RC1 নির্দেশ করছে GIMP 3.0 এর প্রথম রিলিজ ক্যান্ডিডেট। আমি যখন GIMP 3.0 RC1 ট্রাই করছিলাম, এটা কয়েকবার ক্র্যাশ করেছে। করারই কথা অবশ্য, যেকারণে এটা রিলিজ ক্যান্ডিডেট, চূড়ান্ত রিলিজ নয়। RC1 এর ইউজার ফিডব্যাকের ওপর ভিত্তি করে ছোটখাট ইজি-টু-ফিক্স বাগ থাকলে তা সমাধান করে চূড়ান্ত সংস্করণ রিলিজ হবে, অন্যদিকে বড় কোন ইস্যু পাওয়া গেলে GIMP 3.0 এর আগে আরো রিলিজ ক্যান্ডিডেট রিলিজ করা হতে পারে। যদি GIMP 2.10.38 সহ 2.10 সিরিজের সাথে তুলনা করি- GIMP 3.0 প্রচুর এবং প্রচুর নতুনত্ব নিয়ে আসছে। তবে একজন ব্যবহারকারীর দিক…