Zorin OS 17 বিটা রিলিজ হয়েছে

জরিন ওএসের পরবর্তী সংস্করণ, জরিন ওএস ১৭-এর বিটা ভার্সন রিলিজ হয়েছে। জরিন ওএস উবুন্টুর ওপর ভিত্তি করে তৈরি একটি লিনাক্স ডিস্ট্রো, যার মূল টার্গেটেড অডিয়েন্স হলো ম্যাক অথবা উইন্ডোজ থেকে যারা নতুন লিনাক্সে আসতে চাচ্ছেন।

জরিন ওএস ১৭ তৈরি করা হয়েছে উবুন্টুর বর্তমান এলটিএস সংস্করণ, উবুন্টু ২২.০৪ এর ওপর ভিত্তি করে। তবে উবুন্টু ২২.০৪ গ্নোম ৪২ ব্যবহার করলেও জরিন ওএস গ্নোম ৪৩ ব্যবহার করছে, যেকারণে গ্নোম ৪৩-এর কুইক সেটিংসের দেখা মিলবে জরিন ওএস ১৭-তে।

কুইক সেটিংস

জরিন ওএসের গ্নোম ডেস্কটপ বেশ কাস্টমাইজড। তবে মনে হচ্ছে আগের থেকে কিছুটা স্ট্রিমলাইনড গ্নোম এক্সপ্রেরিয়েন্সের দিকে যাচ্ছে জরিন ওএস। গ্নোমের ওয়ার্কস্পেসভিত্তিক মাল্টিটাস্কিংয়ের এক্সপ্রেরিয়েন্স সবসময়ই সেরা। গ্নোমের বর্তমান হরাইজন্টাল ওয়ার্কস্পেস ফিচারটি অ্যাডপ্ট করা হয়েছে জরিন ওএসের বিটা পর্যায়ে থাকা নতুন রিলিজে। সাথে গ্নোমের টাচপ্যাড জেসচারগুলোরও সমর্থন থাকছে।

স্টার্ট মেনু ও সার্চে ইনহেন্সমেন্ট থাকছে। সার্চ অপশন এখন অ্যাপ ছাড়াও ফাইলস, সেটিংস, সফটওয়্যার সেন্টার, ক্যালেন্ডার অ্যাপয়েন্টমেন্ট প্রভৃতি সার্চ করতে পারে। পাশাপাশি স্টার্ট মেনুতে একটি অল অ্যাপস অপশন যুক্ত হয়েছে, যেটা আমার মনে হয় খুবই প্রয়োজন ছিলো।

জরিন ওএস ১৬ ইন্ট্রোডিউস করেছিলো জেলি মোড (Woobly Windows) ইফেক্ট। জরিন ওএস ১৭ নিয়ে এসেছে 3D Desktop Cube এবং Spatial Window Switcher ইফেক্ট। অনেকের কাছেই এই ফিচারগুলো পুরনো দিনের গিমিক হয়ে ধরা দিবে, তবে আমার কাছে জরিন ওএসের ইমপ্লিমেন্টেশনে বেশ দৃষ্টিনন্দন লেগেছে।

Spatial Desktop

আরো বেশকিছু নতুনত্ব থাকছে নতুন ভার্সনটিতে। তবে আমি এখানে শেষ করছি। বাদবাকি দেখে নিতে জরিন ওএসের ওয়েবসাইটে প্রকাশিত ব্লগ পোস্টটি দেখে নিতে পারেন।

সহায়তা: OMG! Ubuntu!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *