২৭ এপ্রিল ২০২৩-এ প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে মাইক্রোসফট জানিয়েছে বর্তমান ভার্সন, 22H2-ই হতে যাচ্ছে উইন্ডোজ ১০-এর সর্বশেষ ভার্সন, যাতে অফিসিয়াল সাপোর্ট থাকবে ১৪ অক্টোবর ২০২৫ পর্যন্ত। অর্থাৎ, মাসিক সিকিউরিটি আপডেটের বাইরে আর কোন মেজর আপডেট উইন্ডোজ ১০ পাবে না।
তবে সেইসাথে মাইক্রোসফট নিশ্চিত করেছে এখন পর্যন্ত রিলিজ হওয়া এন্টারপ্রাইজ LTSC রিলিজগুলো এই সময়ের পরেও আপডেট পেতে থাকবে, তাদের নিজ নিজ লাইফসাইকেল শেষ হওয়া পর্যন্ত। আরো জেনে নিতে পারেন মূল অ্যানাউন্সমেন্টটি থেকে।