থ্রো ব্যাক: ফেসবুক আইডি হ্যাক করার কার্যকর উপায় (২০১৭)

[এই পোস্টটি শুধুমাত্র মজা করার উদ্দেশ্য ‘Tech Fun’ বিভাগে প্রকাশিত। আমরা অবৈধ ও অনৈতিক হ্যাকিংয়ের বিরুদ্ধে। একচুয়াল হ্যাকিং টিউটোরিয়াল GR+ BD এর নীতিমালা অনুযায়ী নিষিদ্ধ।]

ডিসকন্টিনিউয়েশনের আগে ২০১৭ সালে GR+ BD তে সর্বপ্রথম এই পদ্ধতিটি প্রকাশ করা হয়। এখন ২০২৩ সালে এসে টু-ফ্যাক্টর-অথেনটিকেশনের জনপ্রিয়তা ও অন্যান্য বাড়তি সুরক্ষা স্তরের জন্য হয়ত এটা ২০১৭ সালের মত ততটা কার্যকর নাও হতে পারে এখন, তবে অনেক ক্ষেত্রেই এটা এখনো কাজ করার কথা।

প্রথমে একটা জিনিস বলে রাখি, ফেসবুক আইডি হ্যাক করা খুব সহজ কিংবা কয়েকটি ক্লিকে হয়ে যাবে, এরকম ভাবাটা ভুল হবে। ফেসবুকের খুব শক্ত প্রতিরক্ষা দেয়াল আছে। তবে তা দুর্ভেদ্য হলেও অভেদ্য না। বিশেষ করে ব্যবহারকারীর অসতর্কতা আমাদের এই প্রতিরক্ষা দেয়াল ভেদ করে তার অ্যাকাউন্টে অ্যাকসেস নেয়ার সুযোগ পারে।

এজন্য অবশ্য ধৈর্য্য আর সময় লাগবে। উইন্ডোজ কম্পিউটার এরজন্য একদমই উপযুক্ত না, কালি লিনাক্স ইন্সটল করা কম্পিউটার দরকার হবে। কিছুটা কোডিং স্কিল লাগবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, লাগবে বুদ্ধি আর বিচক্ষণতা।

মজা করলাম, এসব কিছু লাগবে না আদতে। লাগবে শুধু ধারালো টাইপের কিছু একটা, এই ধরেন ছুরি-চাক্কু টাইপের কিছু। দেইখে একটু ভয়-টয় লাগে এমন কিছু, অবশ্য সাধারণ টাইপের হলেও কাজ চলে যাওয়ার কথা।

ওকে, সবকিছু রেডি হয়ে গেলে যার আইডি হ্যাক করবেন তাকে খুঁজে বের করতে হবে। সে যেইখানেই থাকুক তার সামনে গিয়ে চাক্কু ধরে বলুন আইডি-পাস সব না দিলে এই চাক্কু পেটে ঢুইকে যাবে।

অভিনন্দন, আশা করছি আপনি সফলভাবে ফেসবুক আইডি হ্যাক করতে পেরেছেন।

সতর্কতা
  1. ষন্ডাগুন্ডা টাইপের মানুষদের সাথে এটা ট্রাই করবেন না। আমার এক বন্ধু বলেছিলো ফল কাটার ছুরির জবাবে তাকে রামদা দিয়ে হুমকি দেয়া হয়েছিলো।
  2. বাসা-বাড়িতে এটা ট্রাই করবেন না।
  3. এটা ট্রাই করবেন না।
  4. যদি এতে কাজ হয়, তাহলে এর দায়ভার সম্পূর্ণভাবে আপনার।
  5. যদি এতে কাজ না হয়, তাহলে এর দায়ভার সম্পূর্ণভাবে আপনার।
  6. কোন ঘটনা-সুঘটনা-দুর্ঘটনার জন্য আমি দায়ী থাকবো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *